• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:৪১    ঢাকা সময়: ১৮:৪১

ট্রাম্প প্রশাসনের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন স্কট বেসেন্ট

দেশকন্ঠ অনলাইন : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে নতুন অর্থমন্ত্রী বা ট্রেজারি সেক্রেটারি পদে ৬২ বছর বয়সী স্কট বেসেন্টকে মনোনয়ন দিয়েছেন। এটি তার দ্বিতীয় মেয়াদে শীর্ষ কর্মকর্তাদের নির্বাচনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর রয়টার্সে‌র।

বৃহস্পতিবার রাতে ট্রাম্প ঘোষণা করেন, স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। বেসেন্ট একজন অভিজ্ঞ ওয়াল স্ট্রিট অর্থনীতিবিদ এবং জর্জ সোরোসের অধীনে কাজ করেছেন। ট্রাম্পের ২০২৪ নির্বাচনী প্রচারণার প্রথম দিনের সমর্থক ছিলেন তিনি। তিনি ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রতি বিশ্বাসী এবং আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্প আরও বলেন, বেসেন্ট তার প্রশাসনের নীতির মাধ্যমে মার্কিন প্রতিযোগিতা বৃদ্ধি করবেন এবং অবৈধ বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।

বেসেন্টের মনোনয়ন ঘোষণার পর ট্রাম্প আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেন। যাদের মধ্যে শ্রমমন্ত্রী হিসেবে ডি রেমার এবং স্কট টার্নারকে গৃহায়ন ও শহর উন্নয়ন মন্ত্রীর পদে মনোনীত করা হয়েছে। এছাড়া ড. জানেট নেশিওয়াটকে সার্জন জেনারেল এবং ড. ডেভ ওয়েলডনকে সিডিসি পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

বেসেন্ট জানিয়েছেন, যদি নতুন প্রশাসনে ট্যাক্স কাটায় কোনো পরিবর্তন না আসে তবে এটি হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ট্যাক্স বৃদ্ধির ঘটনা।

এমন একটি সময়ে স্কট বেসেন্টকে মনোনীত করা হলো যখন মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যনীতি নিয়ে গভীর আলোচনা চলছে। বেসেন্টের প্রজ্ঞা ও তার অভিজ্ঞতা, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) এবং সোরোসের অধীনে কাজ করার অভিজ্ঞতা, ট্রাম্পের প্রশাসনকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।