• বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:১৮    ঢাকা সময়: ০৮:১৮

তুরস্কের রাজনীতিতে জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ওজিল

দেশকন্ঠ  অনলাইন : জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল। দেশটির হয়ে  তিনটি বিশ্বকাপে খেলেছেন মেসুত ওজিল। এর মধ্যে জিতেছেন ২০১৪ এর বিশ্বকাপ। ওই আসরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। যেখানে দলকে জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন মেসুত ওজিল। এরপর ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে জার্মানি বাদ পড়লে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। তবে জার্মানির ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডারের দাদা জার্মানিতে অভিবাসী হয়েছিলেন তুরস্ক থেকে। সেই পূর্ব পুরুষের দেশের রাজনীতিতেই নাম লেখাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দলে যোগ দিয়েছেন ওজিল।

এক প্রতিবেদনে ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল।দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন ওজিল। ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান।পূর্বে ওজিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন। তখন ওজিলের এমন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় জার্মান সরকার।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোগান পুনঃনির্বাচিত হন। ওজিলকে নিজের দলে আনার পর তুরস্কের জনগণ বিষয়টি কিভাবে নিচ্ছেন সেটিই এখন দেখার বিষয়। তবে তুরস্কে সাবেক এই তারকার জনপ্রিয়তা বেশ ভালো বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।