• সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:২৪    ঢাকা সময়: ০৭:২৪

ইউরো ২০২৪ বাছাইপর্ব গড়াচ্ছে মাঠে

দেশকণ্ঠ ডেস্ক : মাঠে গড়াতে যাচ্ছে ইউরো বাছাইপর্বের ম্যাচ। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ইউরোপের দেশগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে বাছাইপর্বে ২৩ মার্চ থেকে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দেশ আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোর চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।
 
বৃহস্পতিবার, ২৩ মার্চ
গ্রুপ সি : ইতালি-ইংল্যান্ড, উত্তর মেসিডোনিয়া-মাল্টা।
গ্রুপ এইচ : কাজাখস্তান-স্লোভানিয়া, ডেনমার্ক-ফিনল্যান্ড, সান মারিনো-উত্তর আয়ারল্যান্ড।
গ্রুপ জে : পর্তুগাল-লিচেনস্টেইন, স্লোভাকিয়া-লুক্সেমবার্গ, বসনিয়া এন্ড হার্জেগোভিনা-আইসল্যান্ড।
 
শুক্রবার, ২৪ মার্চ
গ্রুপ বি : ফ্রান্স-নেদারল্যান্ডস, জিব্রাল্টার-গ্রীস।
গ্রুপ ই : চেক প্রজাতন্ত্র-পোল্যান্ড, মলদোভা-ইসল্যান্ড।
গ্রুপ এফ : সুইডেন-বেলজিয়াম, অস্ট্রিয়া-আজারবাইজান।
গ্রুপ জি : বুলগেরিয়া-মন্টেনেগ্রো, সার্বিয়া-লিথুয়ানিয়া।
 
শনিবার, ২৫ মার্চ
গ্রুপ এ : স্কল্যান্ড-সাইপ্রাস, স্পেন-নরওয়ে।
গ্রুপ ডি : আরমেনিয়া-তুর্কিয়ে, ক্রোয়েশিয়া-ওয়েলস।
গ্রুপ আই : বেলারুশ-সুইজারল্যান্ড, ইসরাইল-কসভো, এন্ডোরা-রোমানিয়া।
 
রোববার, ২৬ মার্চ
গ্রুপ সি : ইংল্যান্ড-ইউক্রেন, মাল্টা-ইতালি।
গ্রুপ এইচ : কাজাখস্তান-ডেনমার্ক, স্লোভানিয়া-সান মারিনো, উত্তর আয়ারল্যান্ড-ফিনল্যান্ড।
গ্রুপ জে : লিচেনস্টেইন-আইসল্যান্ড, স্লোভাকিয়া-বসনিয়া এন্ড হার্জেগোভিনা, লুক্সেমবার্গ-পর্তুগাল।
 
সোমবার, ২৭ মার্চ
গ্রুপ বি : নেদারল্যান্ডস-জিব্রাল্টার, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র-ফ্রান্স।
গ্রুপ ই : পোল্যান্ড-আলবেনিয়া, মলদোভা-চেক প্রজাতন্ত্র।
গ্রুপ এফ : সুইডেন-আজারবাইজান, অস্ট্রিয়া-এস্তনিয়া।
গ্রুপ জি : হাঙ্গেরি-বুলগেরিয়া, মন্টেনেগ্রো-সার্বিয়া।
 
মঙ্গলবার, ২৮ মার্চ
গ্রুপ এ : জর্জিয়া-নরওয়ে, স্কটল্যান্ড-স্পেন।
গ্রুপ ডি : তুর্কিয়ে-ক্রোয়েশিয়া, ওয়েলস-লাটভিয়া।
গ্রুপ আই : সুইজারল্যান্ড-ইসরাইল, রোমানিয়া-বেলারুশ, কসভো-এন্ডোরা।
দেশকন্ঠ/রাসু

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।