• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:১১    ঢাকা সময়: ০৬:১১

লাভজনক গবাদিপশূ পালনে কর্মশালা অনুষ্ঠিত

দেশকণ্ঠ অনলাইন : টেকসই খামার ও পরিবেশের জন্য ইতিবাচক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক গবাদিপশূ পালন এবং মানসম্পন্ন নিরাপদ দুধ মাংস উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দ্য একমি ল্যাবরেটরিজ ও বেসরকারী সংস্থা সজাগের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদুরে ধামরাইতে সজাগ ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।“ সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন” শীর্ষক এই কর্মশলা গবাদিপশুর সেবা প্রদানকারীগণ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজাগ’র প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই অঞ্চলের ভেটেরিনারি সার্জন ডা. মো. দেলোয়ার হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন একমি ল্যারেটরিজের এজিএম (ভেটেরিনারি) রাশিদুর রহমান রঞ্জু, ম্যানেজার মুকুট দাশ শর্মা, ডেপুটি সেলস ম্যানেজার সৈয়দ নওয়াজেশ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার  ডা. মো. মেহেদুল ইসলাম প্রমূখ।
 
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি গবাদি পশুর স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর জন্য সহায়ক বিষয় নিয়ে আলোচনা হয়। যার মাধ্যমে সরাসরি উপকারভোগী হবেন গবাদিপশুর খামারী, ভোক্তাবৃন্দ ও দেশের সার্বিক পরিবেশ।
দেশকণ্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।