• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:০৫    ঢাকা সময়: ০৭:০৫

খারখিভ এলাকা থেকে ৪ সহস্রাধিক বাসিন্দা অপসারণ

দেশকন্ঠ অনলাইন : ইউক্রেনের খারকিভের উত্তর-পূর্বাঞ্চল সীমান্ত এলাকা থেকে ৪ হাজারেরও বেশি লোককে সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় গভর্নর  রোববার বলেছেন, শুক্রবার থেকে শুরু আকস্মিক রুশ আন্তঃসীমান্ত হামলার পর এ স্থানান্তর করা হয়েছে। গভর্নর ওলেগ সিনেগুবভ  সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রুশ বাহিনী এই অঞ্চলের পাঁচটি গ্রাম দখলের দাবি করার একদিন পরে মোট ৪ হাজার৭৩ জনকে সরিয়ে  নেওয়া হয়েছে। খবর এএফপি’র।

সিনেগুবভ বলেন, রোববার ৬৩ বছর বয়সী এক ব্যক্তি গাইবোক গ্রামে আর্টিলারির গুলিতে নিহত ও সীমান্ত শহর  ভোভচানস্কে একজন ৩৮ বছর বয়সী ব্যক্তি আহত হয়েছেন।  বর্তমান হামলার আগে সেখানে ৩ হাজার লোক আহত হয়। ইউক্রেন শুক্রবার ঘোষণা করেছে যে রাশিয়া খারকিভ অঞ্চলে হামলা শুরু করেছে। একটি সীমান্ত অঞ্চলের কিছুটা এগিয়ে গেছে। প্রায় দুই বছর আগে অঞ্চলটি থেকে পিছু হটেছিল। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির  জেলেনস্কি শনিবার বলেছেন, ইউক্রেন  সেনারা খারকিভ অঞ্চলের সীমান্ত গ্রামে পাল্টা হামলা চালাচ্ছে।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।