• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৩১    ঢাকা সময়: ০৮:৩১

হাবিবুর রহমান মোল্লা আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন

দেশকন্ঠ অনলাইন : ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আমৃত্যু বঙ্গবন্ধুরআদর্শের রাজনীতি করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি।সোমবার বিকেলে যাত্রাবাড়ির ধলপুর কমিউনিটি সেন্টারে প্রয়াত রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা এমপির ‘প্রয়াণের ৪ বছর’ স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ’৭৫ এর ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে নিমর্মভাবে হত্যার পর অনেকদিন আত্মগোপনে থাকতে হয়েছে বর্য়াষীন রাজনীতিবিদ হাবিবুর রহমান মোল্লাকে। তারপর ধীরে ধীরে অবস্থা কিছুটা শীতিল হলে দলের কর্মী সংগ্রহে মাঠে কাজ শুরু করেন রাজধানী ঢাকার মাতুয়াইলের কৃতিসন্তান হাবিবুর রহমান মোল্লা। দলের কেন্দ্রীয় অফিস পাহারা থেকে শুরু করে সর্বত্রই বিচরণ ছিল তার।

অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ, ঢাকা-৫ নির্বাচনী এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেন, প্রয়াত হাবিবুর রহমান মোল্লার আর্দশ ও পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়ে ঢাকা-৫ নির্বাচনী এলাকাকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি করতে হলে জনগণকে ভালোবাসতে হবে, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমাদের শিক্ষা দিয়েছেন।

সংগঠনের সভাপতি ও ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. শরিফ উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাচ্চু খন্দকার, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত, ৬৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমিন নীরু, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লাসহ ঢাকা-৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।