• বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:০৪    ঢাকা সময়: ২০:০৪

২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

  • ক্রীড়া       
  • ২৯ জুলাই, ২০২৪       
  • ৮৩
  •       
  • ০১:৪৩:৪৮

দেশকন্ঠ অনলাইন : ওয়ানডে ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।২০২৭ সালের আগে  টি-টোয়েন্টি ফর্মেটে  অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপের আয়োজক  ভারত। আরও একবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারনে ২০২৫ সালের এশিয়া কাপ সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হবে।

সাধারণত, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের ফরম্যাট নির্ধারন করা হয়। ২০২৭ সালে ওয়ানডে ফর্মেটে বিশ^কাপ যৌথভাবে  আয়োজন করবে  দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়া।  এজন্য ২০২৭ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

২০২৫ ও ২০২৭ সালে ৬টি দেশকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করা হবে। টেস্ট খেলা এশিয়ার পাঁচ দেশ সরাসরি খেলবে। বাকি অন্য দলটি বাছাইপর্ব থেকে এশিয়া কাপ খেলা নিশ্চিত করবে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।