• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:৪৮    ঢাকা সময়: ২৩:৪৮

পদত্যাগ দাবি করা প্রধান শিক্ষককে ফিরিয়ে এনে ফুলেল শুভেচ্ছা

দেশকন্ঠ অনলাইন : ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তবে এবার দেখা গেছে ভিন্ন দৃশ্য, পদত্যাগ দাবি করা সেই প্রধান শিক্ষককে নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে এনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নিলেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আব্দুর রউককে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

জানা গেছে, দেশে গণঅভ্যুত্থান পরবর্তী গত ১-৩ সেপ্টেম্বর উপজেলার শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের পদত্যাগ দাবিতে আন্দোলন করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ওই শিক্ষক ছুটি নিয়ে প্রতিষ্ঠানের বাইরে থাকেন।

নিজেদের ভুল বুঝতে পেরে মঙ্গলবার সকালে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী উপজেলার সরকারপাড়া এলাকায় প্রধান শিক্ষক আব্দুর রউফের বাড়িতে যায়। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় সাধারণ শিক্ষার্থীরা। এরপর প্রায় ১৫টি অটোরিকশাযোগে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রধান শিক্ষককে নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থী ও সাধারণ শিক্ষকরা।

এ সময় বিভিন্ন শ্রেণিতে পড়া হোসাইন, মনিরুজ্জামান, মিজান, ফেরদৌস, ইশা, আবিদা সুলতানা, মিতাসহ অনেকে জানায়, আমরা স্যারের বিরুদ্ধে আন্দোলন করে ভুল করেছি। আমাদের ভুল বুঝতে পেরে হেড স্যারকে স্কুলে ফিরিয়ে নিতে এসেছি।

প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, আমাকে আমার প্রিয় শিক্ষার্থীরা যে সম্মান দেখিয়েছে তা ভুলবার নয়। কোমলমতি শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরে আমাকে বাড়ি থেকে স্কুলে নিয়ে আসে। তারা আমাকে দুই দফায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে। শিক্ষার্থীদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীরা ভুল বুঝে আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সময়ের ব্যবধানে তাদের ভুল তারা বুঝতে পেরেছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।