• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:২৩    ঢাকা সময়: ২১:২৩

ব্যাংক ব্যালেন্সেও হাড্ডাহাড্ডি লড়াই ট্রাম্প–কমলার কে কত টাকার মালিক?

দেশকন্ঠ অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে, সারা দুনিয়ার এ নির্বাচন নিয়ে আলোচনা তত বাড়ছে। বিশেষ করে এবারের নির্বাচনের দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসকে নিয়ে নানামুখী আলোচনা ডালপালা মেলছে। জনমত জরিপে কে কতটা এগিয়ে এমন আলোচনা যেমন চলছে, তেমনি সম্পত্তির দিক থেকে কে কতটা এগিয়ে, তা নিয়েও চলছে জোর আলোচনা–সমালোচনা।

কত টাকার মালিক কমলা হ্যারিস?
প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সম্পত্তির পরিমাণ ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার ৪৭৯ কোটি টাকা)।

সান ফ্রান্সিকো জেলার অ্যার্টনি হিসেবে ২০০৪ সালে কর্মজীবন শুরু করার সময়ে তাঁর বার্ষিক উপার্জন ছিল ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ডলার। ওই বছরেই তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারল হিসেবে নিয়োগ পান। এরপর সাত বছর পর সিনেটে যোগ দেন কমলা হ্যারিস। সে বছর আবার তাঁর আয়ে কমে দাঁড়িয়েছিল ১ লাখ ৭৪ হাজার ডলারে।

২০১২ সালে মারা যান কমলা হ্যারিসের মা। এরপর কমলা ও তাঁর বোন মায়া হ্যারিস ওকল্যান্ডে নিজেদের বাড়ি বিক্রি করে আয় করেন ৭ লাখ ১০ হাজার ডলার। ওই বছরই কমলা ও তাঁর স্বামী নতুন একটি বাড়ি কেনেন যার বর্তমান বাজারমূল্য সাড়ে ৪ মিলিয়ন ডলার।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস বছরে আয় করেন ২ লাখ ১৮ হাজার ডলার। চলতি বছরের মে মাসে জমা দেওয়া নির্বাচনী হলফনামায় দেখা গেছে, কমলা হ্যারিস ও তাঁর স্বামীর মোট বিনিয়োগ, নগদ এবং অবসরকালীন ভাতার পরিমাণ ৬ দশমিক ৬ মিলিয়ন ডলার। এ ছাড়া নিজের লেখা ‘দ্য ট্রুথস উই হোল্ড’ নামের স্মৃতিকথামূলক বই থেকেও তিনি রয়্যালটি পান।

ট্রাম্পের সম্পদ কত?
ফোর্বস জানিয়েছে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণও ৮ বিলিয়ন তথা ৮০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার ৪৭৯ কোটি টাকা)।

ট্রাম্পের এই বিপুল সম্পত্তির একটি বড় অংশ আসে তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানি ‘ট্রুথ সোশ্যাল’ থেকে। এ ছাড়া রিয়েল এস্টেট ব্যবসা থেকেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন ট্রাম্প। নিউ ইয়র্কে তাঁর নামে রয়েছে ‘ট্রাম্প টাওয়ার’, ফ্লোরিডায় ৩টি বাড়ি, লাস ভেগাসে রয়েছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। এর বাইরে মার–এ–লাগো ক্লাব ও গলফ কোর্সেস রয়েছে ট্রাম্পের মালিকানায়। মিয়ামিতে একটি রিসোর্টও রয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। এই সম্পত্তির মূল্য ৮১০ মিলিয়ন ডলার। এসব সম্পত্তির বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ট্রাম্পের রয়েছে অন্তত ১০০ মিলিয়ন ডলারের সম্পত্তি। এ ছাড়াও ট্রাম্পের হাতে নগদ ৪১০ মিলিয়ন ডলার রয়েছে বলে জানিয়েছে ফোর্বস।
দেশকন্ঠ//




 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।