• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:১৮    ঢাকা সময়: ১৫:১৮

স্কুলে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর বাছাই লটারিতে

  • শিক্ষা       
  • ০৫ নভেম্বর, ২০২৪       
  • ১৮
  •       
  • ২১:২৭:২১

দেশকন্ঠ অনলাইন : আগামী ১২ নভেম্বর থেকে স্কুলে ভর্তির অনলাইনে আবেদন শুরু হচ্ছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি-বেসরকারি স্কুলে কেন্দ্রীয় লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম হবে। আগামী ৮ অক্টোবরের মধ্যে স্কুলগুলোকে তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এরই মধ্যে ভর্তি নীতিমালা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নীতিমালা অনুযায়ী, অনলাইনে ভর্তি আবেদন চলবে  ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। ১২ ডিসেম্বর হবে সফটওয়ারের মধ্যেমে লটারি। ৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলের ভর্তি কার্যক্রম শেষ হবে। শ্রেণি বা শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘আমাদের শূন্য পদের তালিকা আসা শুরু হয়েছে। ১২ তারিখ উন্মুক্ত ডিজিটাল লটারির মাধ্যমে সারা দেশ থেকে দেখতে পাবে। যারা যারা ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রী আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে।’

ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৫ হাজার টাকা নির্ধারণ হয়েছে। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, ‘আমরা মনিটরিং কার্যক্রম রেখেছি। কোথাও যদি অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়, তাহলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

কেন্দ্রীয় লটারীতে ভর্তিকে স্বাগত জানাচ্ছেন শিক্ষা গবেষকরা। কেউ যেন অতিরিক্ত ফি আদায় করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী, ‘আমরা চাইবো বর্তমান অন্তর্বর্তীকালী সরকার এ বিষয়টা ভালোভাবে নজরদারি করবে। কোনো কারণে যেন কোনো বাচ্চা বৈষম্যর শিকার না হয়। বাচ্চারা যেন আশা ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।’

২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির সময় কোনো শিক্ষার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ৫ বছর। আর সর্বোচ্চ বয়স হতে পারবে ৭ বছর।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।