• মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৯:৫৪    ঢাকা সময়: ০৫:৫৪

দীপিকার হেয়ার স্টাইল

  • বিনোদন       
  • ১২ নভেম্বর, ২০২৪       
  • ৩৮
  •       
  • ১৭:৩৯:৫৭

দেশকন্ঠ অনলাইন : সাজ অনুসঙ্গে আধুনিকতা আর সাবেকিয়ানা ফিরিয়ে এনেছেন স্টাইল আইকনরা। তেমনি চুলের স্টাইলেও দুই ধারা দেখা যাচ্ছে। কোন পোশাকের সঙ্গে কেমন হেয়ার স্টাইল করবেন? আপনার সিদ্ধান্ত সহজ করতে দীপিকা পাড়ুকোনের হেয়ার স্টাইলগুলো দেখে নিতে পারেন। ১৬ বছরের ক্যারিয়ারে বলিউড, হলিউড মিলিয়ে প্রায় ৪০টি সিনেমাতে অভিনয় করেছেন দীপিকা। প্রতিটি সিনেমাতে তাকে দেখা গেছে আলাদা আলাদা স্টাইলে। কেবলমাত্র অভিনয়েই নন রানওয়ে মডেল কিংবা ফটোশুটেও অনন্যা দীপিকা পাড়ুকোন। শুধুমাত্র হেয়ার স্টাইল বদলে নিয়ে যে আলাদা অভিব্যক্তি তৈরি করা যায়, তা দীপিকাকে দেখলে সহজেই বোঝা যায়।

মেসি বান: সিকুইন শাড়ির সঙ্গে মানানসই মেসি বান করেছেন দীপিকা। দেখতে একটু আগোছালো লাগছে। যাদের চুল কোঁকড়ানো তারা এভাবে চুল সাজিয়ে নিতে পারেন। চুলে জুড়ে দিতে পারেন একটি নান্দনিক কাঁটা।

পনিটেল: লেহেঙ্গার সঙ্গে ভারি গয়না পরে সাবেকি ঢঙ্গে চুলগুলো সাজিয়ে নিতে পারেন। এজন্য দীপিকার মতো পনিটেল করে নিতে পারেন। পোশাকের থেকে গাঢ় শেডের ফিতা বেছে নিতে পারেন। এভাবে চুল বাঁধলে চোখে গাঢ় কাজল এঁকে নিতে পারেন। এতে আত্মবিশ্বাসী লুক ফুটে উঠবে। চুল লম্বা এবং ঘন হলে পনিটেল হেয়ার স্টাইল হবে মানানসই।

স্লিক পনিটেল: শীত পোশাকের সঙ্গে স্লিক পনিটেল করে নিতে পারেন। গোছানো আর পরিপাটি মনে হবে।

দীপিকাকে শাড়ির সঙ্গে সাধারণ খোঁপা করতে দেখা যায়। তবে খোঁপায় ফুল গুঁজে দিয়ে যোগ করেন কোমলতা। এ ছাড়া মাঝারি আকারের চুলগুলো পেছনে ব্রাশ করে ছড়িয়ে রাখেন দীপিকা, সালোয়ার কামিজের সঙ্গে তাকে এই হেয়ার স্টাইলে দেখা যায়।  
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।