• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:১২    ঢাকা সময়: ২০:১২

নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত

দেশকন্ঠ অনলাইন : নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে মুক্ত দিবসের বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় । পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা এতে অংশ নেন।

পরে মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও তাদের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, ১৯৭১ সালে জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকবাহিনী। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পারিয়ে যায় তারা। ফলে পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।