• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:০৭    ঢাকা সময়: ২০:০৭
মানবাধিকার সংগঠনগুলোকেও মানুষের কল্যাণে কাজ করতে হবে

নারায়ণগঞ্জ জাপমাসের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশকণ্ঠ অনলাইন : জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস)-এর নারায়ণগঞ্জ জেলা শাখা উদ্বোধন করা হয়েছে। এসময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর আদমজী বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। আলোচনা সভা ও মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সাকিব-আল-রাব্বি।
 
 
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক রুমন রেজা, জেলা পরিবেশ দপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল এবং জাপমাসের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আকরাম হোসেন।
 
প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হক বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এটা অনাকাক্সিক্ষত। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে অপরাধ প্রবণতা কমানোসহ দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে সিন্ডিকেট ভাঙ্গতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। তাহলেই দেশে মানবাধিকার রক্ষা হবে। মানবাধিকার সংগঠনগুলোকেও মানুষের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 
দেশকণ্ঠ/আসো 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।