• বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:৫৩    ঢাকা সময়: ১৬:৫৩

জাইকার অর্থায়নে বিএসআরএমের পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন

  • বাণিজ্য       
  • ০২ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ১৫
  •       
  • ২২:৪৫:০১

দেশকন্ঠ  অনলাইন : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) নতুন পরিবেশ-বান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতে সহযোগিতার নতুন মাইলফলক স্পর্শ করল জাইকা। প্রকল্পটি বাস্তবায়নে অক্টোবর ২০২৩-এ ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্পটি বাংলাদেশে জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় সর্বপ্রথম করপোরেট লোন এবং প্রাইভেট সেক্টরে অষ্টম ঋণচুক্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদেসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী স্থানীয় ইস্পাত খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে জাইকা। বিএসআরএমের নতুন এই কারখানা থেকে প্রতি বছর ৫ লাখ মেট্রিক টন রেবার, ১ লাখ মেট্রিক টন রড ও আড়াই লাখ মেট্রিক টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। একইসাথে এটি পাঁচশ’ এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং স্থানীয় শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে।

এ বিষয়ে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শিল্পখাতে বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করতে জাইকার প্রতিশ্রুতির অংশ হিসেবে বিএসআরএমের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমরা অংশীদারিত্ব করেছি। নতুন এই কারখানাটির উদ্বোধন বাংলাদেশের শিল্পখাতকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক। এতে করে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়বে বলে আমরা প্রত্যাশী।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।