• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৯:৫০    ঢাকা সময়: ০৫:৫০

আইসিটিই এসবি’র ইফতার মাহফিলে সর্বনিম্ন বেতন নির্ধারণের দাবি

দেশকন্ঠ অনলাইন : যথাযথ ভাব-গাম্ভীর্য্যে আইসিটি এমপ্লয়ি সোসাইটি  বাংলাদেশ (আইসিটিইএসবি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৪ মার্চ সংগঠনের অস্থায়ী কার্যালয় রামপুরায় অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের  সভাপতিত্ব অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, জয়েন সেক্রেটারি আশফাকুর রহমান ও এনামুল হাসান, ট্রেজারার জিয়াউর রহমান, পাবলিকেশন উপ-কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব এম এস রহমান সজিব, সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার কবির এবং সদস্য আরিফুর রহমান এবং নূরে আলম। ঢাকা জেলা কমিটির ট্রেজারার ইসমাইল হোসেনসহ আরো অনেকে। 
 
প্রারম্ভিক বক্তব্যে সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সহ সভাপতি আব্দুস সালাম নতুন বাংলাদেশ বির্ণিমাণে আইসিটি এমপ্লয়িদের ভুমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় তারা ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিতে সংগঠনের ভুমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
 
সমাপনী বক্তব্যে সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশে আইসিটি ইঞ্জিনিয়ারদের ব্যাপক গুরুত্ব থাকলেও সে অনুযায়ী তাদের প্রাপ্য সম্মানি বা বেতন ও সুবিধাদি দেওয়া হচ্ছে না। তিনি কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফ্রেশারদের সর্বনিম্ন বেতন ২৫০০০ টাকা ও বিএসসি ইঞ্জিনিয়ারিদের সর্বনিম্ন বেতন ৩০০০০ টাকা করার দাবী করেন। পাশাপাশি আইসিটি ইঞ্জিনিয়ারদের মান উন্নয়ন ও সময়ের সাথে এগিয়ে থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক কোর্স, ওয়ার্কসপ ও সেমিনারের আয়োজন করার আশ্বস দেন। পরে অর্ধ শতাধিক সদস্য ও সুধীজনসহ দোয়া মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে মাগরিবের আজানের সাথে ইফতার ও নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দেশকন্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।