ধেয়ে আসছে রেমাল

  • ১৫ মে, ২০২৪       
  • ৩২
  •       

দেশকণ্ঠ অনলাইন : আবহাওয়ার দিক দিয়ে মে মাস বাংলাদেশ এবং ভারতের মানুষের জন্য খুব একটা ভালো কিছুই বয়ে আনে না। ২০০৯ সালে ২৫ মে ঘূর্ণিঝড় আইলা বাংলাদেশ এবং ভারতের সবকিছু ভেঙে চুরমাচুর করে দিয়েছিল। সেই কথা  আমাদের সবারই ঠিক মনে আছে।
 
২০২০ সালে ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানও সবকিছু তছনছ করে দিয়েছিল এই দুই ভূখণ্ডের অনেক কিছু। ২০২৪ সালে আবারও মে মাসে বাংলাদেশ ও ভারতের দিকে এগিয়ে আসছে অনেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’। আন্তর্জাতিক আবহাওয়া অফিস থেকে জানা যায়, চলতি মাসের শেষের দিকে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা রূপ নিতে পারে ভয়ংকর এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ভারতের অল মিডিয়া অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি। যা কিনা ধীরে ধীরে বড় হতে হতে ২৫ মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।
 
এর ফলে ২৬ মে সন্ধ্যার পরে বাংলাদেশ এবং ভারতের ভিতরে ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাবে। ক্ষয়ক্ষতি কেরকম হবে তা এখনো জানা যায়নি। এই ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান। আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে ১ দশমিক ৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।