• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৫    ঢাকা সময়: ১৫:২৫

ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছেন লুলা

দেশকন্ঠ প্রতিবেদন : এক যুগেরও বেশি সময় পর ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুইস ইনেসিও লুলা দ্য সিলভা, যিনি ব্রাজিলের জনগণের কাছে সাধারণভাবে ‘লুলা’ নামে পরিচিত। ৭৭ বছর বয়সী এই ঝানু বামপন্থী নেতা রোববার (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার) নিজ দপ্তরের দায়িত্ব গ্রহণ করছেন। লুলা দ্য সিলভার অভিষেক বা ক্ষমতাগ্রহণ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এ দিন জড়ো হয়েছেন রাজধানী ব্রাসিলিয়ায়। অভিষেক অনুষ্ঠানে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন লুলা। পরে ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি। কিন্তু ২০১০ সালে গলনালীতে টিউমার শনাক্ত হওয়ার পর ২০১১ সালের ১ জানুয়ারি রাজনীতি থেকে সাময়িক অবসর নেন তিনি, যথাযথ চিকিৎসাগ্রহণের পর সুস্থও হন।  তারপর ২০১৮ সালের নির্বাচনে ফের প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে সেবার ডানপন্থী জইর বলসোনারোর কাছে হেরে যান তিনি। ২০২২ সালের অক্টোবরে জইর বলসোনেরোকে পরাজিত করে তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন দেশটির বর্ষীয়ান বামপন্থী এই নেতা।
 
বাংলাদেশ সময় সোমবার দুপুর আড়াইটার দিকে ব্রাসিলিয়ায় শপথ নেবেন লুলা দ্য সিলভা এবং ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট গেরার্দো আল্কমিন। এ উপলক্ষে সোমবার সারাদিন ব্রাসিলিয়াজুড়ে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশটির বরেণ্য সব শিল্পী এসব অনুষ্ঠানে অংশ নেবেন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো অবশ্য শপথ অনুষ্ঠানে থাকবেন না। শুক্রবারই ব্রাজিল ছেড়ে গেছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সমর্থকদের উদ্দেশে একটি ভিডিওবার্তা দিয়েছেন বলসোনারো। সেখানে তিনি বলেছেন, ‘আমাদের সামনে একটি মহান ভবিষ্যৎ অপেক্ষা করছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা নির্বাচনী লড়াইয়ে হেরে গেছি, কিন্তু যুদ্ধে হারিনি।’
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।