গরমে চুলের স্বাস্থ্য রক্ষায় করণীয়

  • ০৮ এপ্রিল, ২০২৫       
  • ৩২
  •       

দেশকণ্ঠ অনলাইন : শীতে যেমন চুলের আর্দ্রতা নষ্ট হয়, ঠিক তেমনই গরমেও রোদে ক্ষতি হয় চুলের। চুলের গোড়ায় ঘাম জমে তাতে বাইরের ধুলো ময়লা আটকে গোড়া আলগা করে দেয়। ফলে চুল ঝরার সমস্যা হয় বেশি। যাঁদের খুশকির সমস্যা রয়েছে তাঁদের ছত্রাক সংক্রমণও হতে পারে। তাই গরমে চুলের স্বাস্থ্য ভাল রাখার ব্যাপারে আরও বেশি নজর দেওয়া দরকার। চুলের স্বাস্থ্য ভাল রাখতে কাঠবাদামের তেল উপযোগী। সেই কাঠবাদামের তেল দিয়ে তৈরি তিন রকম হেয়ার মাস্কের সন্ধান দিলেন রূপচর্চা শিল্পীরা।
 
মধু এবং তেল 
দুই টেবিল চামচ কাঠবাদামের তেলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে চুল এবং মাথার ত্বকে ভাল করে মাসাজ করুন। ঘণ্টা খানেক রেখে ধুয়ে ফেলুন।
 
কলা এবং তেল
সম পরিমাণে কাঠবাদামের তেল এবং মধু একসঙ্গে মিশিয়ে তার মধ্যে মেশান একটি চটকে নেওয়া কলা। পুরো মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে ভাল করে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন।
 
পেঁয়াজের রস
পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল এবং কাঠবাদামের তেল সমপরিমাণে মিশিয়ে মাথায় মেখে যাকুন আধ ঘণ্টা। তার পরে শ্যাম্পু করে নিন।

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।