দেশকন্ঠ প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, ‘ডিবি পরিচয় দিলেই গাড়িতে উঠবেন না। যাচাই-বাছাই করবেন। প্রয়োজনে আশপাশের মানুষের সহযোগিতা নেবেন। তাহলেই অপ্রীতিকর সমস্যা অনেকাংশেই সমাধান হবে।’ ২ ডিসেম্বর সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, ‘অনেকেই আমাদের ডিবির নাম ব্যবহার করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। অনেককে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কি না, তা যাচাই করবেন।’
পাঁচ ভুয়া ডিবিকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করে হারুন অর রশিদ বলেন, ‘দুটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার, হ্যান্ডকাফ ও পুলিশের জ্যাকেট পড়ে তারা এসব কার্যক্রম চালাচ্ছে। আমরা অনেককে গ্রেপ্তার করেছি, সামনেও করব। আপনারাও সচেতন থাকবেন। আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না। আমাদের কাছে আসলে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন, আমরা ব্যবস্থা নিয়েছি। যাদের গ্রেপ্তার করেছি, আমরা তাদের রিমান্ডে আনছি। তাদের সঙ্গে আর কারা কারা জড়িত তা শনাক্ত করব।’
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ভুয়া ডিবিকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। গ্রেপ্তারকৃতরা হলো—লিথুয় সুর, মো. হারুন, জোবায়ের হোসেন, পারভেজ মোহাম্মদ, আরিফ হোসেন ও খোকন চন্দ্র দেবনাথ। তারা দীর্ঘদিন ধরে রাজধানীতে ডিবি পরিচয়ে মানুষকে তুলে নিয়ে ছিনতাই করত।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।