• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:৫৪    ঢাকা সময়: ২৩:৫৪

কোটালীপাড়ায় চাষাবাদের আওতায় আসছে ১ হাজার ৫০০ বিঘা জলাবদ্ধ জমি

দেশকন্ঠ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জলাবদ্ধ ১ হাজার ৫০০ বিঘা জমি চাষাবাদের আওতায় আনতে কৃষি বিভাগ ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের প্রায় ৮ হাজার বিঘা জমি জলাবদ্ধ। এরমধ্যে  ১ হাজার ৫০০ বিঘা জমিকে এবছর বোরো ধান আবাদের আওতায় আনা হচ্ছে।কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, জলাবদ্ধ ১ হাজার ৫০০ বিঘা জমি চাষাবাদের আওতায় আনতে কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজার হতে তরুরবাজার খালের ১০ কি.মি কচুরীপানা পরিস্কারসহ নাব্যতা ফিরিয়ে এনে পানি নিস্কাশনের ব্যবস্থার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসকাভেটরের সাথে স্থানীয়ভাবে উদ্ভাবনকৃত লোহার আচড়া সংযোজন করা হয়েছে।এ দিয়ে কচুরিপানা পরিস্কার করা হচ্ছে। এতে ১০ জন শ্রমিকের কাজ এসকাভেটর দিয়েই সম্ভব হচ্ছে।খালের একপাশ দিয়ে ৩ কিমি পর্যন্ত  কচুরিপানার ভাসমান বেড তৈরি করা হয়েছে। এখানে  বিভিন্ন প্রকার শাকসবজি আবাদ করা হবচ্ছ ।এখনে কৃষক অন্তত ২৭ লাখ টাকার শাক সবজি উৎপাদন করবেন ।ওই কর্মকর্তা আরো জানান, জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথেই স্থানীয় চাষিদের মাঝে বোরো ধানের চারা সরবরাহ করা হবে। এ চারা দিয়ে তারা তাদের জমিতে বোরো ধনের চাষাবাদ করবেন। চাষাবাদে শ্রমিক সংকট দেখা দিলে অন্য স্থান হতে শ্রমিক এনে দ্রুত জমি পরিস্কার ও ধানের চারা রোপণে কৃষি বিভাগ সহায়তা করবে।

কৃষিবিদ নিটুল রায় আরো বলেন,কান্দি ইউনিয়নের কৃষকদের চাষাবাদে উদ্ভুদ্ধ করনের লক্ষ্য নিয়মিত “কৃষি বৈঠক”  করা হচ্ছে।  এতে সকল শ্রেণি পেশার মানুষের মধ্য জাগরন তৈরি হয়েছে। এ সমস্ত কাযক্রম প্রধানমন্ত্রীর মনোনীত উন্নয়ন প্রতিনিধি  মোঃ শহীদ উল্লাা খন্দকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক  বাদল চন্দ্র বিশ্বাস  সার্বক্ষণিক মনিটরিং ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ কার্যক্রমে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহেদ ,কৃষি অফিস ,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সাধারণ জনগণের সমন্বয়ে এগিয়ে নেয়া হচ্ছে।ওই কর্মকর্তা আরো বলেন, ১ হাজার ৫০০ বিঘা জমিতে বোরোধানের চাষাবাদ করা হবে। এখানে অন্তত ৬ কোটি টাকা মূল্যের ধান উৎপাদিত হবে। এতে কোটালীপাড়া উপজেলায় ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি ভাসমান বেডে সবজির চাষাবাদ করে শাক-সবজির উৎপাদন বৃদ্ধিতে কাজ শুরু হয়েগেছে।

কান্দি ইউপি চেয়ারম্যান তুষার মধু বলেন, আমাদের এলাকার জমিগুলো চাষাবাদের আওতায় আনতে কৃষি বিভাগ ব্যাপক কর্মকান্ড শুরু করেছে। তারা খালের কচুরি পানা পরিস্কার, খাল খনন করে জলাবদ্ধ জমি থেকে পানি নামিয়ে দিচ্ছে। এতে  অন্তত ১ হাজার ৫০০ বিঘা জমি চাষাবাদের আওতায় চলে আসছে। কচুরিপানা দিয়ে খালের একপাশে ৩ কিঃমিঃ জুড়ে ভাসমান বেড তৈরী করে দিয়েছে। এখানে সবজির চাষাবাদ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কৃষি বিভাগ নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে। কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামের কৃষক হরেকৃষ্ণ সিকদার (৫৬) বলেন,বছরের পর বছর আমাদের জমি জলাবদ্ধ থাকত। তাই চাষাবাদ করতে পারতাম না।এখন প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাল পরিস্কার ও খনন করা হচ্ছে। আমাদের জমি থেকে পানি নেমে যাচ্ছে। এই বছর চাষাবাদ করতে পারব । এছাড়া খালের কচুরিপানার ভাসমান বেডে আমরা সবজি চাষাবাদ শুরু করেছি। এ বছর আমরা অধিক ধান, শাক-সবজি পাবো।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।