• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৪:২৭    ঢাকা সময়: ০০:২৭

যেভাবে বানাবেন খাসির মাংসের কোরমা

দেশকন্ঠ  ডেস্ক : আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করা হলেও, খাসির মাংসের কোরমা সচরাচর রান্না করা হয় না। অথচ পোলাও কিংবা খিচুরির সাথে এই খাবারটি চমৎকার সুস্বাদ যোগ করে। এছাড়া খাসির মাংসের আলাদা একটি গন্ধ আছে, যে কারণে অনেকেই খাসির মাংস এড়িয়ে চলেন। আজকের রেসিপি অনুযায়ী খাসির কোরমা রাঁধলে, মাংসের গন্ধও থাকবে না একদম। দারুণ রেসিপিটি দেখে নিন চটজলদি।
খাসির কোরমা তৈরিতে যা লাগবে
১. ৫০০ গ্রাম খাসির মাংস।
২. দুইটি বড় পেঁয়াজ কুঁচি।
৩. তিন টেবিল চামচ টকদই।
৪. দুই টেবিল চামচ আদা-রসুন বাটা।
৫. এক চা চামচ হলুদ গুঁড়া।
৬. এক চা চামচ মরিচ গুঁড়া।
৭. এক চা চামচ জিরা গুঁড়া।
৮. এক চা চামচ ধনিয়া গুঁড়া।
৯. এক চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া।
১০. পাঁচ টেবিল চামচ তেল।
১১. দুই কাপ গরম পানি।
১২. ২-৩ ফোঁটা কেওড়ার পানি।
১৩. স্বাদ অনুযায়ি কাঁচামরিচ ফালি ও ধনিয়া পাতা কুঁচি।
১৪. স্বাদ অনুযায়ি লবণ।
১৫. দুইটি এলাচ।
১৬.দুইটি লবঙ্গ।
১৭. চারটি কালো গোলমরিচ।
১৮. ছোট একটি দারুচিনি।
খাসির কোরমা যেভাবে তৈরি করতে হবে
১. আদা-রসুন বাটা, সকল গুঁড়া মশলা ও দই দিয়ে খাসির মাংস ৪-৫ ঘণ্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে। মাংস মেরিনেট হওয়ার সময়ে কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে আলাদা রেখে দিতে হবে।

২. কড়াইতে ৪-৫ টেবিল চামচ তেল গরম করে এতে এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। মশলা গন্ধ ছাড়লে এতে মেরিনেট করে রাখা মাংস দিয়ে দিতে হবে এবং স্বাদ অনুযায়ি লবণ যোগ করতে হবে।

৩. মাংস কিছুক্ষণ নেড়েচেড়ে এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ কষিয়ে দুই কাপ পানি দিয়ে পাত্রের মুখ ঢেকে দিতে হবে হবে। মাংস সিদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত এভাবে রাখতে হবে।

৪. সবশেষে গরম মশলা, কেওড়ার পানি ও কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে পাত্রের মুখ বন্ধ করে চুলার জ্বাল বন্ধ করে দিতে হবে। এ অবস্থায় তিরিশ মিনিট রেখে দেওয়ার পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে খাসির মাংসের কোরমা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।