• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৫:৪৮    ঢাকা সময়: ০১:৪৮

নারায়ণগঞ্জ ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

দেশকন্ঠ প্রতিবেদন : নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। এদিন নারায়ণগঞ্জের রেলগেইট এলাকার প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্থাটি। পরে দুপুরে নগীর চাষাঢ়ার বালুরমাঠ পর্যন্ত প্রায় ৭শ মিটার অবৈধভাবে দখল হওয়া জায়গা দখলমুক্ত করা হয়। বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। 
 
এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট গুড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর অনেকেই তাদের অস্থায়ী দোকানপাট সরিয়ে নিয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে উৎসুক জনতারা ভিড় জমান। পরে জেলা পুলিশের সহায়তায় আগন্তকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। অভিযান প্রসঙ্গে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ গণমাধ্যমকে জানান, মূলত রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া আপনারা অবগত আছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ডাবল লাইন করার প্রকল্প চলমান আছে। সেই প্রকল্পের মালামাল রাখার জন্য আমাদের জায়গার প্রয়োজন, তাই এখানে উচ্ছেদ করা। উচ্ছেদের আগে সবাইকে বার বার জানানো হয়েছে তাদের মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। তারা নিজ উদ্যোগে তা সরিয়ে না নেওয়ায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।