দেশকন্ঠ ডেস্ক : কারাগার থেকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পত্রাবলি নিয়ে সম্পাদিত ‘চিঠিপত্র : শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘Letters of Sheikh Mujibur Rahman’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ জানুয়ারি মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গ্রন্থদ্বয় সম্পাদনা করেন। সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম।এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি সতত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি গ্রন্থ দুটি প্রকাশে সার্বিক পরামর্শ ও নির্দেশনা প্রদানের জন্য আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর দুটি গ্রন্থ প্রকাশ করেছে। পরিবেশনের দায়িত্বে রয়েছে পাঞ্জেরী পাবলিকেশনস।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।