• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:১৬    ঢাকা সময়: ২৩:১৬

ভারতীয় শিবিরে দুঃসংবাদ

দেশকন্ঠ প্রতিবেদন : ভারতীয় শিবিরে দুঃসংবাদ! উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বাউন্ডারির কাছে ফ্লিডিং করার সময়ে বাম হাঁটুতে আঘাত পান স্যামসন। এরপর মাঠেই সাময়িক চিকিৎসা সেবা নেন এই ব্যাটার। বুধবার বিকেলে বিসিসিআই মেডিকেল টিম স্যামসনকে স্ক্যান এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য মুম্বাইতে নিয়ে যায়।
 
পরবর্তীতে এই ব্যাটারকে বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি সঞ্জু স্যামসনের পরিবর্তে জিতেশ শর্মাকে দলে যুক্ত করেছে। আজ ৫ জানুয়ারি ভারত পুনেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড-
 
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।