• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৩৮    ঢাকা সময়: ২১:৩৮

অর্থ আত্মসাত: মুঠোফোন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

দেশকন্ঠ প্রতিবেদক : প্রতারণা ও ফ্ল্যাট ক্রয়ের নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক মুঠোফোন কর্মকর্তা এএসএম আশরাফসহ তিন আসামীর বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার অপর দুই আসামি হলো- আশরাফের চাচা ফিরোজ রায়হান ও খালাতো ভাই মো. রাফেউজ্জামান। ৯ জানুয়ারি সোমবার আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর প্রতারণার অভিযোগে আশরাফসহ তিনজনকে আসামি করে নালিশি মামলাটি দায়ের করেন এক ভুক্তভোগী নারী। মামলায় অভিযোগ করা হয়, আসামি এএসএম আশরাফ প্রতারণার আশ্রয় নিয়ে ঢাকার মিরপুরে ফ্ল্যাট কেনার নামে ভুক্তভোগীর থেকে বিভিন্ন সময়ে ৭৫ লাখ টাকা হাতিয়ে নেয়। আশরাফের চাচা ফিরোজ রায়হান ও খালাতো ভাই মো. রাফেউজ্জামানের সহযোগীতায় ওই টাকা আত্মসাতের ঘটনা ঘটে। পরবর্তীতে ফ্ল্যাটের কাগজপত্র চাওয়া হলে এবং ফ্ল্যাট রেজিস্ট্রির জন্য চাপ দেওয়া হলে আসামি সবরকমের যোগাযোগ বন্ধ করে দেয়। তবে বিভিন্ন নাম্বার থেকে ভয়ভীতি-হুমকি দেখাতে থাকে।

নালিশি মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত। পিবিআই‘র কল্যাণপুর শাখার এসআই সোহেল রানা তদন্ত শেষে মামলায় আনীত অভিযোগ মিথ্যা দাবি করে আসামিদের অব্যাহতি দিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করেন। তবে ভুক্তভোগী নারী নারাজি দাখিল করায় আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়, পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা মিথ্যা তথ্য দিয়ে মনগড়া ও বানোয়াট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। ২০২২ সালের ২৭ অক্টোম্বর আদালতে হাজির হয়ে আসামিরা জামিন নেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালত দিন নির্ধারণ করেন।

জানা গেছে, উপরোক্ত মামলার প্রধান আসামি আশরাফের বিরুদ্ধে আইনবহির্ভূতভাবে ও প্রতারণার আশ্রয় নিয়ে একই নারীর সঙ্গে আড়াই বছর সংসার করার অভিযোগে আরেকটি মামলা হয়। পিবিআই’র তদন্তে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। আসামির বিরুদ্ধে একই আদালতে মামলাটি চার্জগঠনের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য্য রয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।