• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৯:১৪    ঢাকা সময়: ০৫:১৪

কেমন ছিল বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের সেই দিনটি

দেশকন্ঠ প্রতিবেদক : স্বাধীনতা এসেছে, কিন্তু পূর্ণতা আসেনি। বিজয়ের আনন্দে উদ্বেল কোটি বাঙালির মনের কোণে তখনো আশঙ্কার কালো মেঘ। কারণ স্বাধীনতার স্থপতি কোথায় আছেন, কেমন আছেন- সে খবর তখনো অজানা। অবেশেষে সকল অনিশ্চয়তাকে পেছনে ফেলে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি। জাতির জনকের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় বাংলাদেশ। মুক্তিযুদ্ধের শুরুতে দেশদ্রোহী আখ্যা দিয়ে গ্রেফতার বঙ্গবন্ধুকে তেজগাঁও বিমান বন্দর দিয়ে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। ১০ মাস পর সেই একই বিমান বন্দরে যখন ফিরে আসেন তিনি, তখন পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার আলোয় রাঙা তাঁর নিজ মাতৃভূমি বাংলাদেশ।বিমানবন্দরে লক্ষ মানুষের অভিবাদন আর সারাদেশের কোটি বাঙালির হৃয়দ নিঙড়ানো আবেগ টের পান জাতির পিতা। আর্দ্র হয়ে ওঠে তার চোখের কোণ।  

বিমানবন্দর থেকে নিজ পরিবারের কাছে নয়, বঙ্গবন্ধু ফিরে যান তৎকালীন রেসকোর্স ময়দানে। তার জনতার কাছে। যাদের মুক্তির জন্য বঙ্গবন্ধুর আজীবনের সংগ্রাম। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অন্ধকার থেকে আলোর পথে শুরু হয় বাংলাদেশের নব যাত্রা। এর আগে আট জানুয়ারি কারামুক্ত বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা প্রথমে লন্ডনে পাঠায়। বাংলাদেশকে তখনো স্বীকৃতি না দেয়া যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী সব প্রটোকল ভেঙে ছুটে আসেন ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভনে। বাংলাদেশের রাষ্ট্রপতিকে বরণ করে নিতে। লন্ডন থেকে ঢাকা ফেরার পথে কিছুক্ষণের যাত্রাবিরতি ছিল নয়া দিল্লিতে। সেখানে তাঁকে দেয়া নজির বিহীন অভ্যর্থনায় উপস্থিত ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি ভিভি গিরি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।