• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:৩৬    ঢাকা সময়: ০৬:৩৬

ইজতেমাকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের ভ্রমণ পর্যালোচনার পরামর্শ

দেশকন্ঠ প্রতিবেদন : ঢাকার অদূরে টঙ্গীতে ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি দুই ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এসময়ে ইজতেমা কেন্দ্রিক ঢাকা এবং এর আশপাশের এলাকায় বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। বুধবার (১১ জানুয়ারি) এক বার্তায় ভ্রমণ পর্যালোচনা পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, বিশ্ব ইজতেমা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। বাংলাদেশে আগামী ১৩-১৫ ও ২০-২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে এর মূল সমাবেশস্থল। এ সমাবেশে প্রায় চার মিলিয়ন মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
 
ইজতেমাকে কেন্দ্র করে ঢাকাজুড়ে যানবাহন ও পথচারীদের ট্রাফিক প্যাটার্নের ওপর বড় প্রভাব ফেলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট কমানোর প্রয়াসে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করবে বলে আশা করা হচ্ছে। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপরের তালিকাভুক্ত সময়সীমার মধ্যে এবং অতিরিক্ত ট্রানজিট সময় চলাকালে ঢাকার মধ্য দিয়ে এবং এর আশপাশে নির্ধারিত ভ্রমণ পর্যালোচনা করতে উৎসাহিত করছি। এমন পরিস্থিতিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের তাদের বিমানের টিকিট থাকতে হবে এবং তাদের বিমানের টিকিট পুলিশ চেকপোস্টে উপস্থাপন করতে হতে পারে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।