• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৫:৩২    ঢাকা সময়: ০১:৩২

গান-ভিডিওতে ‘সাকরাইন’ উৎসব

  • বিনোদন       
  • ১২ জানুয়ারি, ২০২৩       
  • ৭৬
  •       
  • ২২:২০:১৩

দেশকন্ঠ  ডেস্ক : পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব ‘সাকরাইন’। আগামী ১৪ জানুয়ারি এই উৎসব পালিত হবে। আর বিশেষ এই দিনকে ঘিরে তৈরি হয়েছে একটি গান। যার শিরোনাম ‘সাকরাইন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের চার সংগীতশিল্পী অয়ন চাকলাদার, আছিয়া ইসলাম দোলা, অবন্তী সিঁথি ও শোভন রায়। কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর ও সংগীত করেছেন শোভন রায়। সম্প্রতি পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও অভিনেত্রী সামিনা বাসার।

 এ ছাড়াও গানের শিল্পীরাও রয়েছেন। ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। কোরিওগ্রাফি করেছেন প্রিন্স। গানটি নিয়ে অয়ন চাকলাদার বলেন, ‘পুরান ঢাকার এই উৎসবটি অনেকেরই বেশ প্রিয়। এটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন, উপভোগ করেন। উৎসবটাকে আরও আনন্দময় করে তুলতেই আমাদের এই গান।’আগামী ১৩ জানুয়ারি বিকেল ৫টায় ইউটিউবে আরটিভি মিউজিকের অফিশিয়াল চ্যানেলে ‘সাকরাইন’ গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।