• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:৩৩    ঢাকা সময়: ০৭:৩৩

ঘরে ফিরল মেট্রোরেল স্টেশনে জন্ম নেওয়া ‘রাজত্ব’

দেশকন্ঠ প্রতিবেদন : সুস্থ হয়ে ঘরে ফিরেছে আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনে জন্ম নেওয়া শিশু ‘রাজত্ব’। আজ শিশু ও তার মা সোনিয়া রানীকে ধানমন্ডির রেনেসাঁ হাসপাতাল থেকে উত্তরার নলভোগের বাসায় নেওয়া হয়। শুক্রবার (১৩ জানুয়ারি) রাজত্বের বাবা সুকান্ত সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সুকান্ত সাহা বলেন, ‘জন্মের পর রাজত্বের কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। তবে বর্তমানে আমার ছেলে ও স্ত্রী দুজনই সুস্থ। এজন্য তাদের বাড়িতে নেওয়া হয়েছে।’
 
এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ফুটফুটে শিশুর জন্ম দেন সোনিয়া রানী রায়। এ সময় মেট্রোরেলের চিকিৎসক, যাত্রী ও রোভার স্কাউটের এক নারী সদস্যরা প্রসবে সহায়তা করতে এগিয়ে আসেন। সন্তান প্রসবের পর মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা শিশুটিকে দেখতে যান মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা শিশুটির জন্য উপহারসামগ্রী নিয়ে যান। পাশাপাশি মেট্রোরেলে আজীবন তাকে বিনামূল্যে চলাচল করার সুযোগ দেওয়ার বিষয়টিও চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।