• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:৩৮    ঢাকা সময়: ১২:৩৮

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

দেশকন্ঠ প্রতিবেদন : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম দিনে মো. আক্কাস আলী (৫০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু হলো। আক্কাস আলী ঢাকার যাত্রবাড়ী উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। অন্যরা হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটেপাড়ার মো. নুরুল হক (৬৩)। শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমা কন্ট্রোল রুমে দায়িত্বরত হেলথ ইন্সপেক্টর এসএম সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ইজতেমা ময়দানে ৬৮নং খিত্তায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন আক্কাস আলী।
 
পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজতেমা কন্ট্রোল রুমে থাকা রেজিস্ট্রারে এ তিনজনের মৃত্যুর তথ্যই আছে। এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত রোগে আবু তৈয়ব ও অ্যাজমায় নুরুল হক মারা যান। পরে দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।