• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:৫৮    ঢাকা সময়: ১২:৫৮

ইজতেমায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দেশকন্ঠ প্রতিবেদন : বিশ্ব ইজতেমায় অতিরিক্ত দামে কম্বল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১৪ ব্যবসায়ী বিভিন্ন অংকের টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব অভিযানের নেতৃত্ব দেন।
 
গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম জানান, বাসি খিচুড়ি বিক্রির অপরাধে মুন্নু সিরামিকস গেইট সংলগ্ন আল্লাহর দান হোটেলকে পাঁচ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর বিক্রির অপরাধে এক বিক্রেতাকে এক হাজার টাকা ও অতিরিক্ত দামের কম্বল বিক্রির অপরাধে কামারপাড়া এলাকায় এক বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, অস্বাস্থ্যকর পরিবেশে যেন খাবার বিক্রি না করা হয় সেজন্যে ইজতেমা এলাকার অন্যান্য হোটেল মালিকসহ ফল ও খাবার বিক্রেতাদেরকে সচেতন করা হয়েছে।
 
তিনি আরও জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মুসল্লিদের নিরাপদ অবস্থান ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণের লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক এ অভিযান চলবে। দণ্ড পাওয়া বাকিদের তথ্য দিতে সময় চেয়েছেন তিনি।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।