• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:০৩    ঢাকা সময়: ২১:০৩

চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

দেশকন্ঠ প্রতিবেদক : জেলার মতলব উত্তর উপজেলায় অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।আজ দুপুরে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল এই চেক বিতরণ করেন। এদিন দরিদ্র অসহায় ২৯ জন রোগীর চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১০ লাখ পঞ্চাশ হাজার টাকার ২৯ টি চেক রোগীদের হাতে তুলে দেয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর- ২( মতলব উত্তর -দক্ষিণ)  আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মো: জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, ফতেহপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।চেক বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।