• বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:৩৬    ঢাকা সময়: ১১:৩৬

মান্ডায় গ্যাসের লিকেজ থেকে আগুন

দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি সড়কে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাসের লিকেজ থেকেই এ আগুনের সূত্রপাত। রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মুগদার মান্ডা মেইন রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পশ্চিম পাশে একটি খাবার হোটেলের গ্যাস লাইনের লিকেজ থেকেই এ আগুনের সূত্রপাত হয়। হোটেলটির নাম আল-আমিন হোটেল। পাশেই বৈদ্যুতিক লাইন সংস্থাপনের কাজ চলছিল। এসময় আশপাশের লোকজন পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভানোর কাজ শুরু করেন।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সদরাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কে আগুন জ্বলছে এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, লিকেজের ওপর সিগারেটের জ্বলন্ত অংশ পড়ে থাকতে পারে এবং সেখান থেকেই হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যায়।তিনি বলেন, আগুনের প্রকৃত কারণ জানতে কিছুক্ষণ সময় লাগবে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।