• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:২৪    ঢাকা সময়: ১৭:২৪

রিয়ালকে টপকে স্প্যানিশ সুপার কাপ বার্সার

দেশকন্ঠ প্রতিবেদন : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়ালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কি ও গাভির গোলে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও সেই দাপুটে ধারা বজায় রাখে। যদিও শেষ মুহূর্তে গোল পায় রিয়াল মাদ্রিদের করিম বেনজামা।
 
খেলার ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। রবার্ট লেভানডোফস্কির বাড়িয়ে দেওয়া শটে থেকে গোল করেন গাভি। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে গাভির সহায়তায় গোল করেন লেভানডোফস্কি। এতে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। বিরতির পরও নিজেদের দাপট বজায় রাখে বার্সা। পরে ৬৯ মিনিটে বার্সার তৃতীয় গোলটি করেন পেদ্রি। আর এ গোলে বার্সার জয় তখনই নিশ্চিত হয়ে যায়। পরে খেলার নির্ধারিত সময়ের পর ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে গোল করেন করিম বেনজেমা। তবে তার দেওয়া সেই গোল শুধুই রিয়ালের হারের ব্যবধানই কমিয়েছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।