• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৯    ঢাকা সময়: ১৪:০৯

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশে

দেশকণ্ঠ প্রতিবেদন : প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে চারিদিকে হৈ চৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো টার্গেট ছিল প্রত্যাশিতই। অজিদের বিপক্ষে সেই জয় যে অঘটন ছিল না, সেটি বাংলাদেশের মেয়েরা দেখিয়ে দিলো পরের ম্যাচে শ্রীলঙ্কাকেও হারিয়ে। বেনোনিতে 'এ' গ্রুপের ম্যাচে আজ (সোমবার) শ্রীলঙ্কাকে ৯ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। টানা দুই জয়ে বিশ্বকাপের সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের। ম্যাচে টসভাগ্য সহায় ছিল না বাংলাদেশের মেয়েদের। প্রথমে তাদের ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। তবে টস হারলেও ব্যাটিংটা দারুণ করেছে বাংলাদেশের মেয়েরা। ২ উইকেটেই গড়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। মিষ্টি সাহাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন আফিয়া প্রত্যাশা। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে ১২তম ওভারে আউট হন ৫৩ করে। 
 
মিস্টি অবশ্য তার মতো খেলতে পারেননি। ২৪ বলে ১৪ রানের ধীরগতির এক ইনিংস খেলে ওই ওভারেই সাজঘরে ফেরেন। কিছুটা চাপে পড়ে দল। সেখানে দাঁড়িয়ে দিলারা আক্তার আর স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং। উইকেটরক্ষক দিলারা আক্তার ২৭ বলে করেন অপরাজিত ৩৬ রান। হাফসেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। ২৮ বলে তার ৫০ রানের মারকুটে ইনিংসে ছিল ৩ চার আর ২ ছক্কার মার। রান তাড়ায় নামা শ্রীলঙ্কার ২৪ রানেই ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই চাপ সামাল দেন অধিনায়ক বিশ্বি গুনারত্নে আর দেওমি ভিহাঙ্গা। একটা সময় মনে হচ্ছিল, তারা হয়তো বাংলাদেশকে হারিয়েই দেবেন। ১৭তম ওভারে দেওমিকে (৪৪ বলে ৫৫) এলবিডব্লিউ করেন মারুফা আক্তার। একটা প্রান্ত ধরে ছিলেন অধিনায়ক বিশ্বি। তবে শেষরক্ষা করতে পারেননি। 
 
৫৪ বলে ৮ চার আর ১ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। ৪ উইকেটে ১৫৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। মারুফা আক্তার ৪ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। দিশা বিশ্বাস এক উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৪ রান। এর আগে প্রথমবারের মত আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই চমক দেখিয়েছে বাংলাদেশ। গত শনিবার থেকে শুরু হওয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একরকম উড়িয়েই দিয়েছে তারা। প্রথমে বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ১৩০ রানে আটকে দেয় বাংলাদেশ। বল হাতে সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেন অধিনায়ক দিশা বিশ্বাস। ২৫ রানে ২ উইকেট নেন এই পেসার। 
 
আরেক পেসার মারুফা আকতার ২৯ রানে ২টি উইকেট নেন। স্পিনার রাবেয়া খান ২৭ রানে নেন ১ উইকেট।১৩১ রানের টার্গেটে প্রথম বলেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার। ১১তম ওভারে বিদায় নেন আফিয়া ও দিলারা। প্রত্যাশা ২২ বলে ২৪ ও দিলারা ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলেন। এ অবস্থায় জয়ের জন্য শেষ ৯ ওভারে ৬০ রান দরকার পড়ে বাংলাদেশের। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে স্মরণীয় জয় এনে দেন স্বর্না আকতার ও সুমাইয়া আকতার। তাদের নৈপুণ্যে ১৮ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারালে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বাংলাদেশের কিশোরীরা। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কার মেয়েরা। ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ মেয়েরা।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।