• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৪:১৩    ঢাকা সময়: ০০:১৩

বাদপড়া শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হতে পারে ২০ জানুয়ারি

  • শিক্ষা       
  • ১৬ জানুয়ারি, ২০২৩       
  • ৮৬
  •       
  • ২৩:৫২:২৭

দেশকন্ঠ  প্রতিবেদক : নতুন শিক্ষাক্রমের প্রথম ধাপের প্রশিক্ষণ থেকে বাদপড়া শিক্ষকদের প্রশিক্ষণ আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে পারে। ২৪ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে পারবেন প্রথম ব্যাচে অংশ নিতে না পারা শিক্ষকরা। নতুন শিক্ষাক্রমের যেসব ব্যাচের শিক্ষকরা প্রশিক্ষণ নিতে পারেননি তাদের প্রশিক্ষণ আয়োজনে প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে, কর্মকর্তারা বলছেন বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। রোববার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার উপ-পরিচালক ড. মোনালিসা খান  এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে তিনি বলেন, যেসব উপজেলায় একসঙ্গে সব ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়নি সেসব উপজেলার অবশিষ্ট ব্যাচগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ আমরা ২০ থেকে ২৪ জানুয়ারি দেয়ার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করেছি। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। বাদপড়া শিক্ষকরাও প্রশিক্ষণ পাবেন। সোমবার তারিখ চূড়ান্ত হতে পারে। তিনি আরও বলেন, আমরা এখনো ঢাকার বাইরে। প্রশিক্ষণ পরিদর্শন শেষে ফিরলে বাকি শিক্ষকদের প্রশিক্ষণের তারিখ সোমবার চূড়ান্ত হতে পারে।এদিকে রোববার প্রথম ধাপের ২ লাখ ৮০ হাজার শিক্ষকের পাঁচ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত ৬ জানুয়ারি থেকে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছিলো।জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসাগুলোর সব শিক্ষক নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন। তবে, প্রথম ধাপের সব শিক্ষকদের সব ব্যাচের প্রশিক্ষণ শুরু করা যায়নি। যারা প্রথম ব্যাচে প্রশিক্ষণে অংশ নিতে পারেননি তারা দ্বিতীয় ধাপে অংশ নেয়ার সুযোগ পাবেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।