• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:৪২    ঢাকা সময়: ১১:৪২

প্লেন যোগাযোগ চালু করতে বাংলাদেশ-রুয়ান্ডা চুক্তি সই

দেশকন্ঠ প্রতিবেদন : প্লেন যোগাযোগ চালু করতে চুক্তি সই করেছে বাংলাদেশ ও আফ্রিকার দেশ রুয়ান্ডা। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এবং রুয়ান্ডার হাইকমিশনার নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন। সোমবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চুক্তিতে উল্লেখ করা হয়, চুক্তির ফলে বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে আকাশপথে মানুষ ও পণ্য পরিবহনের সুবিধা হবে। এয়ার কানেকটিভিটি চুক্তি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ কৃষি ও খাদ্য, বিনিয়োগ, পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা এবং দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। উভয় পক্ষই উল্লেখিত খাতে চুক্তি সমাপ্ত করার বিষয়ে আলোচনা করেছে। বাংলাদেশ থেকে রুয়ান্ডায় দ্বিপাক্ষিক সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ সভা আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।