দেশকন্ঠ ডেস্ক : চলে গেলেন ইতালীয় কিংবদন্তি অভিনেত্রী জিনা লোলোব্রিগিদা। ৯৫ বছর বয়সে মারা গেলেন এ অভিনেত্রী। সোমবার রোমের একটি ক্লিনিকে এই অভিনেত্রীর মৃত্যু হয়।জিনা লোলোব্রিগিদার প্রতিনিধি, পাওলা কমিন এবিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি। তবে লোলোব্রিগিদা সম্প্রতি ভেঙে যাওয়া উরুর হাড়ের অস্ত্রোপচার করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
১৯৫৫ সালে "দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ওমেন" ছাড়াও তার ক্যারিয়ারের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে রক হাডসনের সাথে গোল্ডেন গ্লোব বিজয়ী "কাম সেপ্টেম্বর", "ট্র্যাপিজ", হামফ্রে বোগার্ট এবং জেনিফার জোন্স অভিনীত ১৯৫৩ সালের জন হুস্টনের চলচ্চিত্র "বিট দ্য ডেভিল"।১৯৬৯ সালে ডেভিড ডি ডোনাটেলর "বুওনা সেরা, মিসেস ক্যাম্পবেল," চলচ্চিত্রর জন্য লোলোব্রিগিদা ইতালির শীর্ষ সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
শ্রদ্ধা এবং ভালবাসায় ইতালীয়রা তাকে "লোলো," নাম দিয়েছিল। দেশটিতে বড় পর্দায় ভূমধ্যসাগরীয় সুন্দরী নারীদের সম্পর্কে যে ধ্যান ধারণা তা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে সিনেমা তৈরি শুরু হয়।ইতালি জয় করে তিনি খ্যাতি কুড়িয়েছিলেন ইউরোপজুড়ে, দ্যুতি ছড়িয়েছিলেন হলিউডে। তার মৃত্যুতে শোক জানিয়ে ইতালির সংস্কৃতিমন্ত্রী জেন্নারো সানজুলিয়ানো। তিনি বলেছেন, লোলো যে মুগ্ধতা ছড়িয়েছেন তার রেশ থাকবে অনন্তকাল পর্যন্ত।তার নাতি ফ্রান্সিসকো লোলোব্রিগিদা এখন ইতালির কৃষিমন্ত্রী। তিনি দাদির মৃত্যুর খবর জানিয়ে টুইটারে লিখেছেন- তিনি ছিলেন ইতালির সিনেমা এবং সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল এক তারকা।
সূত্র: ভয়েস অব আমেরিকা
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।