• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:৩৩    ঢাকা সময়: ০৯:৩৩

শ্যালিকার স্বামীকে নিয়ে স্ত্রীকে খুন

দেশকন্ঠ প্রতিবেদন : চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় গৃহবধূ রাবেয়া আক্তারকে (২৩) হত্যার ঘটনায় তার স্বামী মো. জামিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর ছোট বোনের স্বামী মো. মোস্তফাকেও (২২) গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জের নিকলী থানা ও নগরের হালিশহর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তার জামিল ও মোস্তফার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী এলাকায়। জামিলের বাবার নাম শাহ আমিন ও মোস্তফার বাবার নাম শফিকুল আলম। পুলিশ জানায়, বছর খানেক আগে রাবেয়ার সঙ্গে জামিনের বিয়ে হয়। তারা চট্টগ্রামের হালিশহর থানার শিশুপল্লী এলাকায় থাকতেন। অবশ্য রাবেয়ার এটি দ্বিতীয় বিয়ে ছিল। এর আগের সংসারে তার দুটি কন্যা সন্তান রয়েছে। তবে জামিনের সঙ্গে বিয়ের পর তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠকও হয়েছে। তবে কোনো সমাধান হয়নি। সবশেষ গত ১৪ জানুয়ারি রাবেয়াকে ছুরিকাঘাতে হত্যা করে জামিন। এক্ষেত্রে জামিনকে সহযোগিতা করেন রাবেয়ার ছোট বোনের স্বামী মোস্তফা। তিনিও পাশাপাশি বাসায় থাকতেন।
 
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে জামিন জানিয়েছে কয়েকদিন আগে তিনি একটি লোন নিতে স্ত্রীকে সই করতে বলেন। সই না করায় তাকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই তিনি কিশোরগঞ্জ নিজ এলাকায় গিয়ে আত্মগোপন করেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। এর আগে অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফাকে মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়েছিলেন। সেখান থেকে থানায় আনা হয়। দুজনকে রাবেয়ার বাবার দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।