• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:২৫    ঢাকা সময়: ০৯:২৫

২ ঘণ্টা খোলা থাকে স্বাস্থ্যকেন্দ্রটি এসে ফিরে যেতে হয় রোগীদের

দেশকন্ঠ প্রতিবেদন : প্রতিদিন মাত্র ২ ঘণ্টার জন্য খোলা হয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সারাদিন এই নির্দিষ্ট ২ ঘণ্টার আগে বা পরে রোগী আসলেও তাকে চিকিৎসা সেবা না নিয়েই ফিরে যেতে হবে। সকাল ১০টায় থেকে ১২টা পর্যন্ত খোলা থাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। কর্মকর্তা-কর্মচারীদের মর্জি ও সুবিধায় চলছে স্বাস্থ্যকেন্দ্রটি। এতে ব্যাহত হচ্ছে গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা। শ্যামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, গেটে ঝুলছে তালা। নেই রোগী, নেই চিকিৎসক। সকাল সাড়ে ৯টার কিছুক্ষণ পরে স্বাস্থ্যকেন্দ্রটির অফিস সহায়ক ফিয়ারুল আলী এসে তালা খুলে দেন। তবে তখনও খোঁজ নেই স্বাস্থ্যকর্মীদের। বেলা সাড়ে ১০টার কিছুক্ষণ পরে অফিসে আসেন ওই স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার নাজমুল হাসান নাহিদ। এতো দেরিতে কেন অফিসে আসলেন জানতে চাইলে তিনি বলেন, আমি এই প্রশ্নের জবাব আপনাকে দিতে বাধ্য নই।
 
স্বাস্থ্যকেন্দ্রের পাশের চিমঠ্যাপাড়া গ্রামের আক্তার বেগম বলেন, এই স্বাস্থ্যকেন্দ্র কখন খুলে কখন বন্ধ থাকে কেউ জানে না। কর্মকর্তাদের ইচ্ছে মতো খোলে আবার বন্ধ করে চলে যায়। এখন সাড়ে ১০টা বাজে তবুও চিকিৎসক আসেনি। আর বেশিরভাগ দিন সকাল ১০টায় খুলে ১২টায় বন্ধ করে চলে যান তারা। এই হাসপাতাল থেকে আমাদের কোনো উপকার হচ্ছে না। শ্যামপুর ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা ইউপি সদস্য শাহনাজ বেগম ঢাকা পোস্টকে বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির সামনে আমি সকাল সাড়ে ৯টা থেকে অবস্থান করছি। এখন ১০টা পার হলেও চিকিৎসকের কোনো খোঁজ নেই। এখানকার কর্মকর্তারা নিজ ইচ্ছেমতো অফিস করে। যে রোগীগুলো আসে সবাই জানে, এখানে চিকিৎসক পাওয়া যায় না। আর চিকিৎসক পাওয়া গেলেও ১১টা থেকে সাড়ে ১১টার পরে। তাই কেউ চিকিৎসা নিতেও আসে না। আপনি তো দেখেছেন সকাল ১০টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো রোগী আসলো না। কর্মচারীরা সকাল ১০টায় এসে দুপুর ১টার দিকে বন্ধ করে চলে যায়। 
 
স্থানীয় কলেজছাত্র সুবাস চৌধুরী বলেন, মাসে ১০ দিনও এই হাসপাতালে ওষুধ থাকে না। বলে সামনের মাসে আসলে দেব। আর তারা কখন স্বাস্থ্যকেন্দ্রটি খোলে সেটাই তো বোঝা যায় না। তাদের ইচ্ছেমতো চলে এই এটি। শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম মুঠোফোনে বলেন, এখানে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। সাধারণত সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নিয়েছে। তবে সাধারণ মানুষ চিকিৎসা পায় কিনা তা জানা নেই। স্থানীয়রা এ নিয়ে আমার কাছে কোনো অভিযোগও করেনি। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সহকারী পরিচালক মো. মাকিন বলেন, সরকারি অফিস সকাল ৯টা থেকে শুরু হয়। এ সময়ে এসেই তাদের অফিস করতে হবে। সঠিক সময়ে অফিস না করলে ও দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।