• বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:২৮    ঢাকা সময়: ১৩:২৮

জুতার ভেতর মিলল ২ কেজি ওজনের স্বর্ণের বার

দেশকন্ঠ প্রতিবেদন : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আনোয়ারার চাতরী ইউনিয়নের সুনীল পালের ছেলে বাসু পাল ওরফে সুমন (৩৫) ও বাঁশখালীর কালীপুর ইউনিয়নের মৃত শশাংক পালের ছেলে রতন পাল (৬০)।
 
পুলিশ জানায়, সকালে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে দুজন লোক গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি চালায় টহলে থাকা সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম। পরবর্তীতে অভিযুক্ত দুজনের জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার দুজন চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে সীতাকুণ্ড আসেন। সেখান থেকে তারা ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আজ (বুধবার) আদালতে প্রেরণ করা হয়েছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।