• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:২১    ঢাকা সময়: ১৩:২১

ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের ৩১ আলেম

দেশকন্ঠ প্রতিবেদন : টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে মুসলিম বিশ্বের ‘দ্বিতীয় বৃহত্তম’ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর তিন ছেলেসহ প্রায় ৫০ জনের এক জামাতে ভারতের ৩১ জনের বেশি আলেম রয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ভারতের যেসব আলেম শরিক হচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা জামশেদ, মাওলানা শামীম আজমি, মাওলানা চেরাগ উদ্দীন, মুফতি শাহজাদ কাসেমি, মাওলানা ওরম মেওয়াতী, মাওলানা রিয়াসাত আলি বিজনুরি, মুফতি জহির, মুফতি ফারুক, মুফতি আব্দুল ওয়াহাব, শ্রীলঙ্কা জমিয়তে উলামার সভাপতি ও তাবলীগের শূরা মুফতি রিজভী মুহাম্মদ।
 
এদিকে মাওলানা সাদ কান্ধলভীর তিন ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভী, মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীও ময়দানে উপস্থিত হয়েছেন। এছাড়া মাওলানা উবায়দুল্লাহ বোয়ালভী রহ. এর সাহেবজাদা শায়খুল হাদীস মাওলানা আব্দুল আজীম সাহেব, মাওলানা হুসাম উদ্দীন কাসেমী, হায়দারাবাদ মাদরাসার মুহতামিম মুফতি মুতিউর রহমান মাযহারী, মুফতি জহির বারাবাংকী, ভারতের ইসলামিক স্কুল বোর্ডের পরিচালক মাওলানা  আশরাফ আজমী, লখনৌর বিখ্যাত দেওড়িয়া মাদরাসার মুহতামিম মুফতি ইফতেখারুল হাসান নদভী, মুফতি শোয়াইব, মুফতি কমর নাসিম, শায়খুল হাদীস মুফতি রিয়াসত, শায়খুল হাদীস মাওলানা ফরিদ আহমদ কাসেমী, দেওবন্দের মাদরাসায়ে উম্মে মাকতুবের মুহতামিম মুফতি ফুরকান, দিল্লি জামিয়া মিল্লায়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল আজীজ, মুফতি ইব্রাহিম বুলন্দশহরী, শায়খুল হাদীস আব্দুর রশীদ হাফি, আসামের মাওলানা মনজুর আহমদ কাসেমী, দারুল উলুম দেওবন্দের সাবেক নাজিমে দারুল ইফতা মাওলানা আসাদ উল্লাহ সুলতানপুরী, নদওয়াতুল উলামার সুনামধন্য উস্তাদ মুফতি মাহবুব নদভী প্রমুখ।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।