দেশকন্ঠ প্রতিবেদন : পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় এসএসসিতে কর্তৃপক্ষের ভুলে ৭৫০ পরীক্ষার্থী ক্যারিয়ার শিক্ষা বিষয়ে বি গ্রেড পাওয়ায় ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হারিয়েছে। ফলে এসব শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গেছে, উপজেলায় গত বছরের (২০২২) এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার প্রায় ৭৫০ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। কিন্তু পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নে ক্যারিয়ার বিষয়ে বোর্ডের নির্দেশিত ৫০ নম্বরের পরিবর্তে ২৫ নম্বর পাঠায় কর্তৃপক্ষ। এতে সব পরীক্ষার্থীর নম্বরপত্রে বিষয়টিতে ‘বি’ গ্রেড এসেছে। এতে পরীক্ষার্থীরা মোট নম্বরও কম পেয়েছে। বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাওয়া নম্বরপত্রে দেখা যায়, ইন্দুরকানী মেহউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তাহসিন বিন আহসান বিজ্ঞান বিভাগে দশ বিষয়ের সব ক’টিতে জিপিএ-৫ পেলেও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পেয়েছে ‘বি’ গ্রেড। অন্যরাও একই গ্রেড পেয়েছে।
বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ইমন গাজী। তারা পিতা মো. ফরিদ গাজী অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে নম্বর ৫০ এর জায়গায় ২৫ পাঠানো হয়েছে। তাই অন্যান্য বিষয়ে ভালো করলেও ক্যারিয়া শিক্ষায় নম্বর কম আসে। ফলে ভালো কলেজে ভর্তি নিয়ে সমস্যায় রয়েছে ইমন। সবাই ঠিকমতো দায়িত্ব পালন করলে আমার ছেলের ভালো কলেজে ভর্তি হওয়া নিয়ে এ সমস্যা হতো না। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও ইন্দুরকানী সরকারি সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা বলেন, ইন্দুরকানি উপজেলায় মোট ১২টি বিদ্যালয়ের ৭৫০ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নাম্বার পাঠিয়েছেন। কেন্দ্র সচিবের হাতে কোনো নাম্বার নেই। আমি শুধু স্বাক্ষর করেছি মাত্র। তবে এই নাম্বার যে পাঠাতে হয় অনেক শিক্ষক এ বিষয়টি অবগত নয়। উপজেলা শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের বলেন, আমি বিষয়টি শুনেছি। এটি আমার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না। কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিষয়টি দেখেন। তাদের সঙ্গে এটি নিয়ে আলাপ করেছি। তারা বুঝতে পারেননি বলে আমাকে জানিয়েছেন। যেহেতু ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে এটি নিয়ে এখন আর কিছু করার নেই। আর এ বিষয়ে আমার কাছে কোনো কপিও আসেনি। বোর্ড যেহেতু পরীক্ষা নিয়ন্ত্রক এ বিষয়ে তারা ব্যবস্থা নেবে।
দেশকন্ঠ/অআ