• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:৩২    ঢাকা সময়: ১৪:৩২

মহাখালী ফ্লাইওভারে র‍্যাব পরিচয়ে অপহরণের চেষ্টা গ্রেপ্তার ৩

দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ির গতিরোধ করে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একজন নিজেকে র‍্যাব সদস্য বলে পরিচয় দিয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া। গ্রেপ্তারকৃতরা হলেন আরিয়ান আহমেদ জয় (২৩), আল মোমেন (২৬) ও ফরহাদ হোসেন (২২)। বনানী থানার ওসি নুরে আযম মিয়া বলেন, শুক্রবার রাতে মহাখালী ফ্লাইওভার থেকে র‍্যাব সদস্য পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২১। মামলার বাদী শহিদুল ইসলাম এ ঘটনার একজন ভুক্তভোগী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আল মোমেন নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। তার পরিচয় আমরা যাচাই-বাছাই করে দেখছি। গ্রেপ্তার হওয়া বাকি দুজনের মধ্যে একজন গাড়িচালক এবং অপরজন আল মোমেনের আত্মীয়। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
 
বাদী শহীদুল ইসলাম মামলার এজহারে অভিযোগ করে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে আমার বন্ধু তারিকের (৩০) সঙ্গে দেখা করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার ভাগ্নে মো. রিয়াজকে নিয়ে যাই। বন্ধু তারিকের সঙ্গে দেখা করে সেখান থেকে রাত ১টা ৪৫ মিনিটে আবার প্রাইভেটকারে করে মানিকগঞ্জে আমার বাড়ির উদ্দেশে রওনা হই। যাত্রা শুরুর পর রাত ২টা ১৫ মিনিটের দিকে মহাখালী ফ্লাইওভারে পৌঁছালে একটি প্রাইভেটকার আমাদের প্রাইভেটকারকে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। ওই প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে আমাদের প্রাইভেটকারের কাছে এসে পিস্তলের ভয় দেখিয়ে সঙ্গে থাকা মালামাল লুটের চেষ্টা করে। তখন আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা আরিয়ান আহমেদ জয় (২৩) নামের একজনকে আটক করে। অপর দুষ্কৃতিকারীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। 
 
অভিযোগে আরও বলা হয়, আমি তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি বনানী থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করেন। দুষ্কৃতিকারীদের আঘাতে আমি ও আমার ভাগ্নে আহত হই। পরে আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই। উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তি প্রাইভেটকারে গন্তব্যে যাচ্ছিলেন। রাত ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পোঁছালে পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে। ওই গাড়িতে থাকা চার ব্যক্তি নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ওই দুই ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে হাতকড়া পরান। হাতকড়া পরানোর পর তারা ভুক্তভোগীদের মারধর করেন। মারধরের পর সন্দেহ হওয়ায় ভুক্তভোগীরা চিৎকার শুরু করেন। এ সময় এক ব্যক্তি ঘটনাস্থলে এসে দুষ্কৃতিকারীদের থামান এবং পুলিশে ফোন দেন। পুলিশে ফোন দেওয়ার পর চক্রটির সদস্যরা যে যেভাবে পারেন পালিয়ে যান। চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন এক পুলিশ সদস্যও। তিনি স্থানীয়দের সহযোগিতায় এক দুষ্কৃতিকারীকে আটক করে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আজ শনিবার গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।