• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:৫২    ঢাকা সময়: ০৩:৫২

টানা ৬ ম্যাচে হারল ঢাকা

দেশকন্ঠ প্রতিবেদন : তুলনামূলক অনভিজ্ঞ খেলোয়াড়দের দল নিয়ে এবারের বিপিএলে প্রথম ম্যাচটাই জিতেছিল ঢাকা। কিন্তু এরপরই খেই হারিয়ে ফেলল নবীন দলটি। ঢাকা পর্বের প্রথম অংশ ও চট্টগ্রাম পর্ব মিলিয়ে হারল ৫ ম্যাচ। এবার ঢাকা পর্বের দ্বিতীয় অংশের প্রথম ম্যাচেও হারল স্বাগতিক দল। তাতে ৭ ম্যাচের ৬টি হেরে পয়েন্ট টেবিলের তলানিতে নাসির হোসেনের দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার ঢাকাকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হ্যাটট্রিক হারে টুর্নামেন্ট শুরু করার পর এই নিয়ে টানা চতুর্থ জয় পেল কুমিল্লা। আর তাতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে এসেছে ইমরুল কায়েসের দল। 
 
কুমিল্লার দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্ট্রাগল করেছে ঢাকার ব্যাটাররা। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর ৬ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় দলটি।  চতুর্থ উইকেটে উসমান ঘনিকে নিয়ে কিছুটা চেষ্টা চালিয়েছেন অধিনায়ক নাসির হোসেন। কিন্তু ১৫ বলে ১৭ রান করে নাসির ফিরলে এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি ঢাকা। ১০৪ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে স্বাগতিক দল। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন উসমান ঘনি। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ৪ উইকেটের ঝলক দেখিয়েছেন নাসিম শাহ। এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ক্রিজে থিতু হয়েও ফিরে যান লিটন দাস। ডানহাতি এই ওপেনার করেন ২০ রান। অবশ্য সাময়িক চাপ সামলে নেন ইমরুল-চার্লস জুটি। তবে ব্যক্তিগত ২৮ রান করে ইমরুলের বিদায়ের পর চার্লস ফেরেন ৩২ রান করে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও পাননি রানের দেখা, ফিরেছেন ৯ রান করে। খুশদিল ১৭ বলে ৩০ রান করে বিদায় নেন। তখনও দলের রান দেড়শোর ঘরে ছোঁয়নি। তবে শেষ দিকে জাকের আলি অনিকের ২০ এবং আবু হায়দার রনির ১১ রানে ভর করে কুমিল্লার দলীয় রান গিয়ে দাঁড়ায় ১৬৪।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।