• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:০৪    ঢাকা সময়: ১১:০৪

‘পাঠান’ জ্বরে কাঁপছে ভারত

  • বিনোদন       
  • ২৫ জানুয়ারি, ২০২৩       
  • ৫৮
  •       
  • ২৩:০৩:১১

দেশকন্ঠ  ডেস্ক : দীর্ঘ ৪ বছর পর রুপালি পর্দায় ফিরলেন বলিউড ‘বাদশা’। দেশ জুড়ে শুরু হল ‘পাঠান’ ঝড়। শাহরুখ খানের ‘কামব্যাক’ ছবি বলে কথা, ভক্তদের উন্মাদনা তুঙ্গে বললেও কম বলা হয়। বুধবার ছবি মুক্তির দিনকে ‘পাঠান ডে’ বলে ঘোষণা বাদশানুরাগীদের।শীতের আমেজ কাটিয়ে সকাল ৬টা থেকে প্রেক্ষাগৃহের বাইরে লম্বা লাইন। প্রিয় তারকাকে বড় পর্দায় দেখবেন বলে চাতক পাখির মতো অপেক্ষা করে আছেন কাতারে কাতারে মানুষ। ভিড় সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষ। সব বড় শহরেই ছবিটা প্রায় একই রকম। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট না পেয়েও প্রেক্ষাগৃহের সামনে ঠায় দাঁড়িয়ে দর্শক। যদিও কোনও ভাবে একটা টিকিট জোগাড় করতে পারেন!

দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা দেখে পর্দার সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত গোটা দেশের একাধিক সিনেমা হল কর্তৃপক্ষের। ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ৫২০০টি পর্দায় ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। ছবির মুক্তি ও প্রথম শোয়ের পরে আরও ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এ বার সারা ভারতে মোট ৫৫০০টি পর্দায় দেখানো হবে ‘পাঠান’। বিদেশে এই সংখ্যাটা ২৫০০। অর্থাৎ, বিশ্ব জুড়ে মোট ৮০০০টি পর্দায় ‘বাদশা’র কেরামতি দেখবেন অসংখ্য দর্শক।

২০ জানুয়ারি থেকে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরেই আভাস পাওয়া গিয়েছিল ‘পাঠান’-ঝড়ের। খবর পাওয়া যায়, একশোরও বেশি দেশে মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই অ্যাকশন থ্রিলার ছবি। শুধু তা-ই নয়, ‘পাঠান’-এর দৌলতেই ফের তালা খুলছে দেশের বন্ধ হয়ে যাওয়া ২৫টি সিঙ্গল স্ক্রিনের। এমনকি, বাদশার ছবি ঘিরে উন্মাদনার ঠেলায় ৫ বছর পরে গেইটি-গ্যালাক্সি দু’জায়গাতেই ‘পাঠান’ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেক্ষাগৃহ মালিক মনোজ দেশাই।

অতিমারি ও লকডাউনের পরবর্তী সময়ে বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছিল বলিউড। ওটিটি প্ল্যাটফর্মের রমরমায় চাপা পড়ে গিয়েছিল বড় পর্দার আবেদন। মন্দা আর লোকসানের চোটে বন্ধও হয়ে গিয়েছে একাধিক প্রেক্ষাগৃহ। এমন অবস্থায় দাঁড়িয়ে শাহরুখের ‘পাঠান’ ঘিরে এই উন্মাদনা যে বলিউড ইন্ডাস্ট্রি ও বক্স অফিসের জন্য সুখবর, তা বলার অপেক্ষা রাখে না।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।