• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:১৮    ঢাকা সময়: ১৮:১৮

কক্সবাজারের প্যারাবনে মেছো বাঘ

দেশকন্ঠ প্রতিবেদন : কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় দেখা মিলেছে মেছো বাঘের। খালের মাঝখান থেকে প্যারাবনের দিকে তাক করা একটি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে সেই মেছো বাঘের ছবি। ছবিতে দেখা যায়, সোনাদিয়ার প্যারাবন থেকে বের হয়ে খালের কিনায় দাঁড়িয়ে আছে মেছো বাঘটি। ক্যামেরার লেন্স ও সূর্যের রশ্মি মুখোমুখি হওয়ায়, স্তন্যপায়ী এই প্রাণী কিছুটা অস্পষ্ট। তবে দেখলেই বোঝা যায়, ছবির প্রাণীটি মেছো বাঘ। এই ছবিটি যিনি তুলেছেন, তার নাম মোহাম্মদ ফরহাদ। তিনি বন বিভাগের সহযোগী বননিরাপত্তা সংরক্ষণ কমিটির সদস্য। 
 
ফরহাদ জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সোনাদিয়ায় তারা টহলে যাচ্ছিলেন। খাল বেয়ে যাওয়া নৌকায় বন বিভাগের সদস্যরাও ছিলেন। হঠাৎ প্যারাবনের দিকে চোখ পড়তেই দেখতে পান মেছো বাঘ। ছবি তুলতে শুরু করেন তিনি। ভিডিও করেন। সূর্যের মুখোমুখি হওয়ায়, প্রাণীটিকে কোনভাবেই লেন্সে কব্জা করতে পারছিলেন না। তারপর ভিডিও করা শুরু করলেন, কিন্তু ছবির চেয়ে আরও খারাপ অবস্থা ভিডিওর।
 
পরে সবাই মিলে ছবি বিশ্লেষণ করে জানান, ছবির স্তন্যপায়ী প্রাণীটি মেছো বাঘ। সাইজে একটা বড় কুকুরের সমান। কিন্তু দূর থেকে বাঘের আকৃতির সাথে মেলাতে পারলেও ফরহাদরা এখনো নিশ্চিত নন যে, এটি মেছো বাঘ কি না। ফরহাদ বলেন, মেছো বাঘ যদি হয় তবে ভয়ের কিছু নেই। এদিকে ফরহাদের এমন কথায় বিশ্বাস করতে চান না সোনাদিয়ার বাসিন্দারা। তিনি যে ছবি তুলেছেন, তা দেখে সোনাদিয়ার মানুষ আতঙ্কে আছেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।