• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:৩৮    ঢাকা সময়: ১৮:৩৮

প্রতিহিংসার বিষে পানিতে মরে ভেসে উঠল ৩ লাখ টাকার মাছ

দেশকন্ঠ প্রতিবেদন : লক্ষ্মীপুরে জলাশয়ে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিহিংসায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী মো. নুরুজ্জামানের। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে জলাশয়ের পানিতে মাছগুলো মরে ভেসে উঠতে দেখা যায়। নুরুজ্জামান দক্ষিণ কালিরচর গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। পেশায় তিনি কৃষক।
 
নুরুজ্জামানের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে বাড়ির পাশেই তিনটি জলাশয়ে তিনি মাছ চাষ করে আসছেন। প্রায় এক মাস আগে দুটি জলাশয়ের মাছ একটিতে এনে চাষ করছেন। শুক্রবার বিকেলেও সব স্বাভাবিক ছিল। শনিবার সকালে জলাশয়ের পাশে গিয়ে দেখা যায় মাছগুলো মরে ভেসে উঠেছে। প্রতিহিংসা থেকে কেউ তার জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।  নুরুজ্জামান বলেন, আমার জলাশয়ে রুই, কাতল, মিরর কার্প ও তেলাপিয়া মাছ চাষ করেছি। দেড়-দুই মাস পর মাছগুলো বাজারজাত করতে পারতাম। কিন্তু দুর্বৃত্তরা প্রতিহিংসা করে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। এখনও পর্যন্ত অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।