• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:০০    ঢাকা সময়: ২০:০০

৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথ স্বাভাবিক

দেশকন্ঠ প্রতিবেদন : ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। যমুনা নদীতে কুয়াশা কমে যাওয়ায় রোববার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল চালু হওয়ায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো পার করা হচ্ছে। সকাল পৌনে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’ আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক(বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।
 
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার  দিকে যমুনা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বেশি বেড়ে যাওয়ায় ফেরি মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে পড়ে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’ আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ফেরিঘাট মিলে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষমাণ ছিল। তবে ফেরি চালুর পর থেকে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। আরিচা-কাজিরহাট নৌপথে চারটি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।