• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৪৫    ঢাকা সময়: ২১:৪৫

লাইসেন্স নেই তবুও চলছে ৩২ সিএনজি স্টেশন

দেশকন্ঠ প্রতিবেদন : লাইসেন্স নেই। তারপরও দিনের পর দিন চলছে ৩২টি সিএনজি স্টেশনের কার্যক্রম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স না থাকলেও অজ্ঞাত কারণে এসব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ চলমান রয়েছে। অভিযোগ রয়েছে গ্যাস কোম্পানির কর্মকর্তাদের যোগসাজশে চলছে এমন অবৈধ কর্মকাণ্ড। দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে কীভাবে এমন সরবরাহ চলমান থাকে সেটা বড় প্রশ্ন। যাতে হতবাক হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। রোববার (২৯ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মাহাবুবুল আলমের নেতৃত্বে একটি টিম তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে। 
 
দুদক সূত্র জানায়, তিতাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এনফোর্সমেন্ট টিমের কাছে মনে হয়েছে, দেশে মোট ৫টি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৪৩টি সিএনজি স্টেশনের লাইসেন্স নেই। এর মধ্যে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্সবিহীন অবস্থায় রয়েছে ২১টি সিএনজি স্টেশন। অভিযানে তিতাস কর্তৃপক্ষ ২১টির মধ্যে ১১টির সংযোগ বিচ্ছিন্ন করেছে। ১০টির বিষয়ে যথাযথ জবাব দিতে পারেনি তিতাস কর্তৃপক্ষ। আর লাইসেন্স না থাকলেও অন্যান্য কোম্পানির ২২টি সিএনজি স্টেশনের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে লাইসেন্স ছাড়া চলছে ৩২টি সিএনজি স্টেশন।
 
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে লাইসেন্সবিহীন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহসহ অন্যান্য অনিয়মের অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং সংশ্লিষ্ট ডকুমেন্টস সংগ্রহ করেছে। পরে কমিশনে প্রতিবেদন দাখিল করলে বিস্তারিত জানা যাবে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।